শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:০৫:৪১

এবার ৩২ আসনে কাদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন? যা জানা গেল

এবার ৩২ আসনে কাদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন? যা জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে আইএবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোপূর্বে ২৭০ আসনে দলটির ঘোষিত প্রার্থীদের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে না। তবে ইতোমধ্যে দু’জনের প্রার্থিতা বাতিল হয়েছে। তাই এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাকি ৩২ আসনে কাদের সমর্থন দেবে, সে কথাও পরিষ্কার করা হয়।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আমাদের যেহেতু ২৬৮ আসনে প্রার্থী আছেন, ৩২টা আসন এখনো ফাঁকা আছে। এই ৩২ আসনে কাদের সমর্থন দেব, সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আমাদের ডিসাইট করব।

তিনি বলেন, আমাদের আদর্শ এবং লক্ষ্যের সাথে যাদের মিল হবে, তাদেরকে ইনশাআল্লাহ আমরা সমর্থন দেব।

জোটে না যাওয়ার কারণ হিসেবে তিনি অভিযোগ জানিয়ে বলেন, ‘ইসলামী আদর্শের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আসন্ন নির্বাচনে ইসলামপন্থিদের ওয়ানবক্স পলিসি নির্মাণ করেছিলেন পীর সাহেব চরমোনাই। তার এই ডাকে অনেকে সুর মিলিয়ে কথা বলেছিলেন। কিন্তু আমরা দেখলাম, এক পর্যায়ে এসে কেউ কেউ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামপন্থি শক্তির ওয়ানবক্স পলিসির ধারাকে ভিন্ন ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা মর্মাহত।’

গাজী আতাউর রহমান বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন যে, গতকাল একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে আসন বণ্টন হয়েছে। সেখানে আমাদের দীর্ঘদিনের পথ চলা, ৫ আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থি শক্তি একসঙ্গে করার জন্য যে চেষ্টা-সাধনা করেছিলাম। আমরা দেখেছি শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকে আমরা চিন্তা করলাম, আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, তাই আমরা আমাদের আমাদের আদর্শ থেকে বিচ্যুত হতে পারব না। নেতাকর্মী ও জনগণের সঙ্গে প্রতারণা করতে পারব না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে