শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:৫৫:১৫

'এই নির্বাচনে আ.লীগের লোকজনও পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন'

'এই নির্বাচনে আ.লীগের লোকজনও পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন'

এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এ যাবতকালের মধ্যে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন। সে হিসেবে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

এই নির্বাচনের জন্য বিদেশি বন্ধুরাও মুখিয়ে আছেন। তারাও আত্মবিশ্বাসী এই সরকারের অধীনে একটি ভালো নির্বাচন হবে। সেজন্য তারা সব ধরনের সমর্থন দিচ্ছে। এই নির্বাচনে আওয়ামী লীগের লোকজনও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কারণ বিগত সাড়ে ১৫ বছরে তারাও ভোট দিতে পারেননি। কারণ তাদের হয়ে পুলিশ ভোট দিয়েছে।’’

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই জানিয়ে শফিকুল আলম বলেন, ‘‘আওয়ামী লীগ যে ধরনের গুম, খুন ও ভয়ানক ডাকাতির রাজ্য কায়েম করেছিল, তা পুরো পৃথিবীর মানুষ জানে। ফলে তাদের হয়ে কেউ এসে বলছে না আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার জন্য।’’

আগামী নির্বাচন কোনো অপশক্তির বানচালের সাধ্য নেই জানিয়ে তিনি বলেন, ‘‘আওয়ামীলীগ কি করতে পারে তা সবার জানা। তারা কেবল জ্বালাও, পোড়াও মানুষ হত্যা করতে পারে। এর বাইরে কিছু পারে না।  তাদের মিছিলে এখন কেউ যায় না। মূলত যারা ডলার নিয়ে পালিয়েছে তারা জানে, তাদের নেত্রী আর ফিরবে না। সেজন্য তারা ডলার অন্য খাতে ব্যয় করছে।’’

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সহসভাপতি মফিজুর রহমান লিমন প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে