শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৯:৪০

প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ, গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত

প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ, গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত

এমটিনিউজ২৪ ডেস্ক : নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কারারদী এলাকায় স্টার সিএনজি পাম্পে প্রাইভেটকারটিতে গ্যাস নেওয়ার সময় গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটে।

এতে কোনো হতাহত না থাকলেও গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে একটি প্রাইভেটকার ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে আসে। গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে প্রাইভেটকারের সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় প্রাইভেটকারটি। পাম্পটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পরে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। গাড়িটি আমাদের থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। ধরণা করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার লিকেজ হয়ে এই বিস্ফোরণ ঘটেছে। চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে