এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের উন্নয়ন ও জাতি গঠনে প্রত্যেকের মধ্যে আন্তরিকতার মানসিকতা থাকা প্রয়োজন—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
রবিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নিজের বক্তব্যে জাইমা রহমান বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত সবাই এক ধরনের মানুষ নন। সবার চিন্তাধারা, আদর্শ ও জীবনের অভিজ্ঞতা ভিন্ন। তবুও সবাই এক জায়গায় এসে আলোচনা করছেন, কারণ সবার মূল চিন্তা একটাই—দেশ ও দেশের মানুষ। ভিন্নমত থাকা সত্ত্বেও একসঙ্গে বসে কথা বলাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, এই আয়োজনটি তার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশের নীতিনির্ধারণী পর্যায়ে এটিই তার প্রথম বক্তব্য। তিনি নিজেকে এমন কেউ হিসেবে উপস্থাপন করেননি যিনি সব সমস্যার সমাধান জানেন। বরং তিনি বিশ্বাস করেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সামান্য হলেও সমাজ ও দেশের জন্য অবদান রাখতে পারেন।
জাইমা রহমান বলেন, তিনি এই মঞ্চে এসেছেন মূলত শোনার জন্য, শেখার জন্য এবং সম্মিলিতভাবে কাজ করার মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে। দেশ গঠনে নারীসহ সবার অংশগ্রহণ জরুরি বলেও তিনি গুরুত্বারোপ করেন।