রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ১০:৫০:২১

আমার ৩ শিশুকন্যাকে একটু খোঁজখবর রাইখেন : আমীর হামজা

আমার ৩ শিশুকন্যাকে একটু খোঁজখবর রাইখেন : আমীর হামজা

এমটিনিউজ২৪ ডেস্ক : জামায়াতের এমপি পদপ্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা দাবি করেছেন, তিনি বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, “সবার উদ্দেশ্যে জানিয়ে রাখছি, গতকাল থেকে নানাভাবে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তবে আল্লাহর ওপর ভরসা রেখে বলছি—আমি মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত, ইনশাআল্লাহ।”

তিনি আরও লেখেন, “আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যদি কোনো কারণে আমি অনুপস্থিত থাকি, তাহলে কুষ্টিয়ায় যে ইনসাফভিত্তিক সংগ্রাম আমরা শুরু করেছি, সেটিকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি আমার তিনটি ছোট কন্যাসন্তানের খোঁজখবর রাখবেন।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে