বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ০১:৫৮:২১

‘গণভোটে বিএনপির অবস্থান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে’

‘গণভোটে বিএনপির অবস্থান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে’

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থানের কথা জানান তিনি।

মাহদী আমিন বলেন, ‘আমাদের প্রার্থী যারা আছেন, তারা যখন ঢাকায় এসেছিলেন তখন আমরা তাদের বলেছি নির্বাচনী প্রচারণায় আমরা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেব। সামগ্রিকভাবে হ্যাঁ ভোটের পক্ষে আমাদের অবস্থান।’

নির্বাচনের মাঠে বিএনপির অনেক বিদ্রোহী প্রার্থী রয়ে গেছেন, ‘তাদের নিয়ে দলের পরিকল্পনা কী? এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, এখনো নির্বাচন পরিচালনা কমিটি থেকে তাদের সঙ্গে আলোচনা চলছে। যদিও মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। বিএনপির শীর্ষ পর্যায় থেকেও এসব প্রার্থীর সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। তারপরও যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি তারেক রহমানের সিলেট সফরের পূর্ণাঙ্গ সময়সূচি জানান। এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, ‘সিলেট সফরের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফরের পরিকল্পনা আছে। তবে সেটি সিলেট থেকে আসার পর সবিস্তারে জানানো হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে