এমটিনিউজ২৪ ডেস্ক : অপ্রাসঙ্গিক কথা বলার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে ক্ষমা চেয়েছেন বিএনপির ঢাকা-১৩ আসনের প্রার্থী ববি হাজ্জাজ।
বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ঢাকার আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তিনি এ ক্ষমা চান।
অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে ববি হাজ্জাজ সবাইকে সালাম জানান। সবকিছু পরিষ্কারভাবে জানানো ও আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। এ সময় ঢাকা-১৩ ও ১৫ আসনের অন্যান্য প্রার্থীদেরও সাধুবাদ জানান।
ববি হাজ্জাজ বলেন, ‘১৫ বছর পর আমরা গণতন্ত্র চর্চার একটি সুযোগ পাচ্ছি। আমার আসলে কোনো প্রশ্ন নেই। তবে যেহেতু আমার নাম নিয়ে কয়েকবার উচ্চারিত হয়েছে, সে জন্য ছোট্ট একটি বিষয় পরিষ্কার করতে চাই।’
তিনি বলেন, ‘প্রথমত আমার পক্ষ থেকে কোনো ধরনের নির্বাচনি প্রচারণা হয়নি। কেউ যদি মোহাম্মদপুর এলাকায় ধানের শীষের একটি পোস্টার আমার সঙ্গে দেখাতে পারেন, তাহলে আমরা আলোচনায় বসব। দ্বিতীয়ত কেউ যদি ভিডিও করে থাকেন, তাহলে সেই ভিডিও দেখাতে বলেন। আমি মোহাম্মদপুরে আসার পর থেকে এলাকাটির জন্য কাজ করছি। খাল পরিষ্কার, রাস্তা পরিষ্কার— কীভাবে মোহাম্মদপুরকে আরও সন্ত্রাসমুক্ত করা যায়, সে কাজই আমি এলাকাবাসীর সঙ্গে করছি। আমি যদি মসজিদে যাই এবং কেউ যদি বলে ভাই, একটু কথা বলেন, তখন আমি বলি—চলুন সবাই একসঙ্গে মিলে এলাকাটাকে সন্ত্রাসমুক্ত করি।’
এ সময় রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাকে থামিয়ে বলা হয়, ‘একটু থামাই আপনাকে। এইভাবে কথা বললে কিন্তু পরিবেশটা আমি…’।
এরপর ববি হাজ্জাজ বলেন, ‘স্যরি, আমি ক্ষমা চাচ্ছি। আমি কোনো প্রচারণা করছি না। আমি শুধু প্রশ্নের উত্তর দিয়েছি।’
পরে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আপনাদের এক মিনিটের মধ্যে শেষ করতে হবে। এখানে দয়া করে কেউ হাউস গরম করবেন না। ঠিক আছে? আপনাদের কারও যদি সুনির্দিষ্ট কিছু থাকে, সেটাই বলেন।’