শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০৯:২০

ক্ষমতায় গেলে ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত: ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত: ডা. শফিকুর রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে ১০ দলীয় জোটের নির্বাচনি জনসভায় বক্তব্যকালে এমন প্রতিশ্রুতি দেন তিনি।

জামায়াত আমির বলেন, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাদের নির্বাচিত করে, আপনাদের ভালোবাসা ও সমর্থনে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে বাংলাদেশের সব জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। যারা সব সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, তাদের দুয়ারে আগামীর উন্নয়ন সবার আগে চলে যাবে, ইনশাআল্লাহ। আমরা বৈষম্য করব না, আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণেই প্রথমে বঞ্চিত মানুষদের অধিকার তাদের হাতে তুলে দেয়া হবে।

১০ দলীয় জোটের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর আগে দফায় দফায় আপনারা অনেককে আপনাদের মূল্যবান ভোট, ভালোবাসা-সমর্থন দিয়েছেন, এবার জামায়াতে ইসলামী নয়; এ দেশের মুক্তিকামী মানুষের ১০ দলের ঠিকানায় আপনারা ভোট দেবেন। আমরা একা বাংলাদেশ গড়তে পারব না, জাতিকে ঐক্যবদ্ধ করেই নতুন বাংলাদেশ গড়তে হবে। আল্লাহ আমাদের সফলতা দিলে আমরা কাউকে বাদ দেবো না, সবাইকে নিয়ে মিলেমিশেই বাংলাদেশ গড়ে তুলব।

এ ক্ষেত্রে তিনটি শর্ত মেনে নিতে হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এক নম্বর শর্ত হলো- নিজে কোনো দুর্নীতি করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেবেন না। 

নম্বর দুই শর্ত- গরিব-দুঃখী, নারী-পুরুষ, সব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং সেই বিচার হবে সবার জন্য সমান। সেই বিচারে কেউ রাজনীতিবিদ হিসেবে হস্তক্ষেপ করতে পারবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, আর বিচার হবে ন্যায়-ইনসাফের ভিত্তিতে। কোনো বে-ইনসাফি বিচার আর বিকিকিনি হবে না। এটা মেনে নিতে হবে।

এছাড়াও ৩ নম্বর শর্ত উল্লেখ করে জামায়াত আমির বলেন, ৫৪ বছরের বস্তাপচা রাজনীতি, যা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবিয়ে ফেলেছে, চাঁদাবাজদের রমরমা ব্যবসা আর জনগণের জান যাওয়ার উপক্রম- এই সবকিছুই বদলাতে হবে। আমরা সব বৈষম্যের কবর রচনা করতে চাই। এজন্য প্রয়োজনীয় সংস্কারের সব প্রস্তাব গণভোটে দেয়া হয়েছে। তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে গণভোটকে পাস করিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

জামায়াত ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে উন্নয়নের কথা জানিয়ে তিনি বলেন, ধুরন্ধররা উত্তরাঞ্চলের মানুষদের গরিব করে রেখেছে। দুর্নীতি ও দুঃশাসন না থাকলে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হতো৷ আমরা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানী করবো, ইনশাআল্লাহ। এ সময় দেশ ইনসাফের ভিত্তিতে চললে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবে বলেও উল্লেখ করেন জামায়াত আমির।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে