শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ০৪:২১:১৩

আমার কোনো প্রতিশ্রুতি নেই, জনগণের যখন যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস

আমার কোনো প্রতিশ্রুতি নেই, জনগণের যখন যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস

এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো প্রতিশ্রুতি নেই জানিয়ে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমার কোনো প্রতিশ্রুতি নেই, জনগণের যখন যা প্রয়োজন হবে তখন তাই করব।

শনিবার বিকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব ইনস্টিটিউটে তরুণদের জন্য ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘মা দ ক এখন সারা দেশের একটি ব্যধি। যারা মা দ কের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

একাত্তরের সঙ্গে চব্বিশের গণ-অভ্যুত্থানকে না মেলানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘দুটি পৃথক অর্জনই গৌরবের।’

জীবনের শেষ প্রান্তে মানুষের সেবায় সবটুকু দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘আমার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে। এখন নেওয়ার কিছু নেই, দেওয়ার আছে সব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে