Airtel তার গ্রাহকদের জন্য এমন কিছু প্ল্যান অফার করে যা একবার রিচার্জ করলে আপনাকে পুরো এক বছর ধরে আর রিচার্জ করতে হবে না। আমরা এয়ারটেলের 365 দিনের প্ল্যানের বিষয় বলবো। এই প্ল্যানটি 365 দিনের জন্য রিচার্জ করার ঝামেলা দূর করে, প্রচুর প্রতিদিন ডেটা, কলিং, এসএমএস এবং বিনামূল্যে সুবিধা অফার করে।
Airtel 365 দিনের সেরা রিচার্জ প্ল্যান
এয়ারটেল তার গ্রাহকদের জন্য 365 দিনের একটি প্ল্যান অফার করে। এতে প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটা দেওয়া হয়। এই প্ল্যানের দাম 3599 টাকা। এই রিচার্জ প্ল্যানটি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ বা এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এক্টিভ করা যেতে পারে।
এয়ারটেল 3599 টাকার প্ল্যান
সুবিধার কথা বললে, এয়ারটেল এর 3599 টাকার প্ল্যানটি 365 দিনের ভ্যালিডিটি সহ দুর্দান্ত সুবিধা অফার করে। এটি একটি আনলিমিটেড কলিং প্ল্যান, যা পুরো এক বছর ধরে যেকোনো নেটওয়ার্ক কলিং অফার করে। প্রতিদিনের 2 জিবি ডেটা লিমিট শেষ হওয়ার পরে ইন্টারনেট কানেকশন বন্ধ হবে না। এটি 64kbps স্পিডে কাজ করবে। এছাড়া প্ল্যানে প্রতিদিন ১০০টি SMS ও দেওয়া হয়।
কোম্পানিটি এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5G নেটওয়ার্ক অ্যাক্সেস অফার করে। যদি আপনার এলাকায় 5G থাকে, তবে এই বিনামূল্যের সুবিধা উপভোগ করতে পারেন।
এই এয়ারটেল প্ল্যানের মাধ্যমে, ইউজাররা বিনামূল্যে Hellotunes-এর সুবিধা পাবেন। 30 দিনের জন্য যেকোনো Hellotune বিনামূল্যে সেট করতে পারবেন। এই প্ল্যানে গ্রাহকরা এয়াটটেল Xstream Play এর অ্যাক্সেস পাবেন। এতে বেশ কয়েকটি OTT চ্যানেল অফার করা হয়, এতে SonyLiv (ফ্রি ভার্সন), Amazon MX Player, Vrott, Chana Jor, Runn TV এবং Distro TV-এর মতো প্ল্যাটফর্ম থাকছে।