মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪১:৫৪

শিক্ষার্থীদের জন্য টানা ৪ দিনের ছুটি

শিক্ষার্থীদের জন্য টানা ৪ দিনের ছুটি

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এরপর আবার ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা টানা ৪ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন উপলক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) ও ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এর পরদিন ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় শিক্ষার্থীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন।

এদিকে, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটি সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

উল্লেখ্য, নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে