মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ০৩:১০:৪৬

এবার যাদের ভোট দেওয়ার আহ্বান জানালেন মিজানুর রহমান আজহারী

এবার যাদের ভোট দেওয়ার আহ্বান জানালেন মিজানুর রহমান আজহারী

এমটিনিউজ২৪ ডেস্ক : কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা প্রচারণা নিয়ে ব্যস্ততম সময় পার করছেন। ভোটারদের মাঝেও চলছে নানা আলোচনা। এরই মধ্যে নির্বাচনে ভোট প্রদানের বিষয়ে কথা বলেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি এ বিষয়ে একট পোস্ট দিয়েছেন। 

 ওই পোস্টে মিজানুর রহমান আজহারী সবাইকে সত্য ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি লিখেন, ‘ভোট একটি আমানত। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে