মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ০২:৪২:৪৩

অব্যাহতি প্রদানের চিঠি ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য করা সেই জামায়াত নেতার

অব্যাহতি প্রদানের চিঠি ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য করা সেই জামায়াত নেতার

এমটিনিউজ২৪ ডেস্ক : ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসানকে সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা জামায়াত। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জেলা জামায়াতে ইসলামীর আমির মুহিব্বুল্লাহ হারুন স্বাক্ষরিত এক চিঠিতে জেলার পদ থেকে অব্যাহতির পাশাপাশি তার রোকন পদ স্থগিত করা হয়।

অব্যাহতি দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে। এছাড়াও তার এমন বক্তব্যের কারণে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। 

এর আগে গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় জামায়াতে ইসলামীর বরগুনা-২ আসনের মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের একটি নির্বাচনি সভায় ডাকসু ‘মাদকের আড্ডাখানা’ ও ‘বেশ্যাখানা’ ছিল বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন শামীম আহসান।

অব্যাহতির বিষয়ে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহিব্বুল্লাহ হারুন রাইজিংবিডিকে বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের হাইকমান্ডের নির্দেশে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম আহসানকে জেলা জামায়াতে ইসলামীর পদ এবং রোকন পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে