এমটিনিউজ২৪ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) যোগাযোগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বিষয়টি নিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। নিবন্ধন সম্পন্ন হলে অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের কাছে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজের নির্বাচনী এলাকা পাবনায় না গিয়ে পোস্টাল ভোট দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেছিলেন, আমি যদি বঙ্গভবন থেকে বের হয়ে সেখানে যাই, তাহলে ভোটের দিন আমার এলাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। সাধারণ মানুষ হয়তো কিছু বিড়ম্বনার মুখে পড়বে। তাই আমার সচেতন বুদ্ধি বলে পোস্টাল ভোট দেওয়া উচিত।
দেশে ও প্রবাসে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকের বেশি প্রবাসী।