এমটিনিউজ২৪ ডেস্ক : প্রকৃতিতে চলছে মাঘের শেষভাগ। এ অবস্থায় দেশের বিভিন্ন এলাকায় আবারও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর তথ্যমতে, আগামী পাঁচ দিন সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, শুক্র ও শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে আবহাওয়া পর্যবেক্ষক দল বিডব্লিউওটির তথ্যমতে, শনিবার (৩১ জানুয়ারি) দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে রাতের দিকে কিছুটা শীতল আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে।