ঢাকা : শুক্রবার ঈদুল আজহা। আর মাত্র একদিন বাকী। সরকারি ছুটি শুরু হবে বৃহস্পতিবার থেকে। তবুও দুপুরের আগেই অর্ধেক ফাঁকা হয়ে গেছে পুরো সচিবালয়। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ৫০ ভাগেরও কম।
বুধবার বিভিন্ন মন্ত্রণালয়ে দেখা গেছে, কিছু কর্মকর্তা উপস্থিত থাকলেরও কর্মচারীদের সংখ্যা খুবই কম। কেউবা অফিসে এসে বাড়ি যাওয়ার অজুহাতে হাজিরা খাতায় স্বাক্ষর করেই বের হয়ে গেছেন। আবার কাউকে দেখা গেছে হাসি মুখে সহকর্মীদের কাছ থেকে বিদায় নিতে।
জানতে চাইলে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আজ অনেকে সময় মতো অফিসে এলেও শুধু উপস্থিতির খাতায় স্বাক্ষর করেই বের হয়ে গেছেন। তাই উপস্থিতি ৬০ ভাগেরও কম হবে। এছাড়া, এবার নিয়মিত সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদের ছুটি যোগ হয়েছে মাত্র একদিন। সেকারণে সবাই একটু আগেভাগে বাড়ি যেতে চাইছেন। আবার কেউ কেউ আগে থেকেই ছুটি নিয়ে রেখেছেন।’
এদিকে, বেলা ১১টায় সচিবালয়ের দর্শনার্থী কক্ষে দু-একজন লোক দেখা গেলেও পুরো কক্ষটাই ছিল ফাঁকা।
২৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ