রবিবার, ২০ মার্চ, ২০১৬, ০১:৫৯:৩৬

হজ নিবন্ধন শুরু ২৩ মার্চ

হজ নিবন্ধন শুরু ২৩ মার্চ

নিউজ ডেস্ক : সরকারি ও বেসকারি পর্যায়ে অনলাইনে হজ যাত্রীদের প্রাক নিবন্ধন কার্যক্রম আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে বলে জানিয়েছন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এই কার্যক্রম চলবে ৩০ মে পর্যন্ত।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবলায়ের ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৬ সালের হজ যাত্রীদের জন্য ই- হজ সিস্টেমের আওতায় প্রাক নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, ‘কোটা পূরণ হলেই নিবন্ধন কার্যক্রম শেষ হবে। সরকারিভাবে হজ যাত্রীদের নিবন্ধন খরচ হবে ৩০ হাজার টাকা। অন্যদিকে বেসরকারি খরচ হবে ৩০ হাজার ৭ শত টাকা।

এ বছর বাংলাদেশ থেকে হজে যাবে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন। এর মধ্যে সরকারিভাবে যাবে ১০ হাজার আর বাকিগুলো যাবে বেসরকারিভাবে। এর বাইরে আরও ৫ হাজার হজযাত্রী নেয়ার জন্য সৌদি সরকারকে অনুরোধ করা হয়েছে। হজ এজেন্সিগুলো এ বছর ১৫০ জন করে হজ যাত্রী প্রেরণ করতে পারবে বলে জানান ধর্মমন্ত্রী।
২০ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে