ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এ মুহূর্তে ইউরোপ-আমেরিকার চেয়েও বেশি নিরাপদ বাংলাদেশ।
শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে প্রয়াত সাংবাদিক আজিজুল হক স্মরণে এক সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের তুলনায় ইউরোপ-আমেরিকায় জঙ্গি বেশি। তাদের চেয়ে বাংলাদেশ সরকার জঙ্গি দমনে বেশি তৎপর ও সফল। সে তুলনায় অনেক নিরাপদ বাংলাদেশ।
তথ্যমন্ত্রী বলেন, দু’একজন মানুষ বা ব্লগার মারা গেলেই অনেকে বলেন, গণতন্ত্র শেষ হয়ে গেছে। আমি বলতে চাই, গণতন্ত্র একটি কাচের গ্লাস নয় যে, বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ঘটলেই এটি ভেঙে যাবে। যদি তাই হতো তাহলে ব্রাসেলস এয়ারপোর্টে বা প্যারিসে হামলার এতো বড় ঘটনা ঘটার পর দেশ দুটির অস্তিত্বই আর থাকার কথা না।
ইনু বলেন, গণমাধ্যমে দেখেছি, বাংলাদেশের গণমাধ্যম নাকি চাপের মুখে আছে। কিন্তু গণমাধ্যমের প্রধানদের সঙ্গে কথা বলে এমন কোনো অভিযোগ পাইনি। বিদেশিদের এসব কথা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিদেশিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বাংলাদেশের দিকে আঙুল না উঁচিয়ে নিজেদের প্রতি লক্ষ্য করুন। নিজেরাই তো অনেক সমস্যায় জর্জড়িত।
এসময় প্রয়াত সাংবাদিক আজিজুল হকের পরিবারকে ডিআরইউ কল্যাণ তহবিল থেকে ৩ লাখ টাকার চেক তুলে দেন তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সাফিকুল করিম সাবু, কল্যাণ সম্পাদক জিলানী মিল্টন, প্রচার সস্পাদক কামরুজ্জামান কাজল, ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান, প্রয়াত সাংবাদিক আজিজুল হকের বড় ছেলে তানভীর আজিজ, ছোট ছেলে ফয়সার আজিজ প্রমুখ।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম