শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ১২:১০:৫০

অস্ত্র ও গুলিসহ আ.লীগ নেতা আটক

অস্ত্র ও গুলিসহ আ.লীগ নেতা আটক

নিউজ ডেস্ক : পিস্তল ও গুলিসহ সাইফুল ইসলাম তালুকদার সুরুজ নামের এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি জেলার গোপালপু উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক। শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়।

টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রাতে গোপন সংবাদে জানতে পারি ওই নেতার কাছে অবৈধ অস্ত্র আছে। পরে রাত তিনটার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করা হয়।

এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে