শনিবার, ০৯ এপ্রিল, ২০১৬, ০৭:১৯:১২

তনু হত্যা নিয়ে যা বললেন এরশাদ

তনু হত্যা নিয়ে যা বললেন এরশাদ

মানিকগঞ্জ : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।  

সংশয় প্রকাশ করে তিনি বলেছেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আসামিদের আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।  ময়নাতদন্ত প্রতিবেদন ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করা হচ্ছে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, জাতীয় পার্টির সময় কোনো ব্যাংক লুট হয়নি।  এখন কোনো ব্যাংক বাকি নেই।  লুটেরাদের কোনো বিচার হচ্ছে না।  বাংলাদেশ ব্যাংকে হ্যাকিং হয়নি, ৬ জন মানুষের আঙ্গুলের ছাপ ছাড়া টাকা পাচার হতে পারে না।  এ জন্য ব্যাংক কর্মকর্তারাই দায়ী।

তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণে দেশের মানুষ আতঙ্কিত।  দেশের মানুষ ভোট দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে।  পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারছে না মানুষ।  দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওযায় কারণে পেশি শক্তির প্রার্থীরা নির্বাচনে পাস করছে।

নেতাকমীদের উদ্দেশ করে এরশাদ বলেন, আমরা হত্যা, হরতালের রাজনীতি বিশ্বাস করি না।  জ্বালাও-পোড়াও করে দেশের মানুষের ভালোবাসা পাওয়া যায় না।  ক্ষমতায় যেতে হলে উন্নয়নের রাজনীতি করতে হবে।  আগামী নির্বাচনে জাতীয় পার্টি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

সম্মেলনে এসএম আব্দুল মান্নানকে সভাপতি এবং হাসান সাঈদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
৯ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে