নিউজ ডেস্ক : সম্মেলনের ৩ বছরের বেশি সময়ের পর ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) কমিটি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা উত্তরে সভাপতি হিসেবে সংসদ সদস্য একেএম রহমতউল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ সভাপতি সাদেক খান এবং দক্ষিণে সভাপতি হিসেবে লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক হিসেবে নগর আওয়ামী লীগের অবিভক্ত কমিটির সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদকে চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আজ আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই অংশের কমিটি ঘোষণা করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ দু’টি শাখায় ভাগ করা হয়েছে। কারা এই দুই শাখার কমিটিতে আসছেন তা আগামীকাল (রোববার) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, ২০০৩ সালের পর আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটি গঠনের পর একবার কাউন্সিল হলেও নতুন কোনো কমিটি গঠন হয়নি। ২০০৩ সালের ১৮ই জুন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফকে সভাপতি এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল। ২০০৭ সালে মোহাম্মদ হানিফ মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন প্রয়াত এমএ আজিজ। ২০১২ সালের ২৭শে ডিসেম্বরে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু হচ্ছে হবে করে ৩ বছরের বেশি সময়েও কমিটি গঠন করতে পারেনি আওয়ামী লীগ। এরই মধ্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ গত বছর মৃত্যুবরণ করেন।
২০১২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সম্মেলনের পর নতুন কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছিল দলের সভানেত্রী শেখ হাসিনাকে। পরে তিনি কমিটি গঠন করতে গত বছর কেন্দ্রীয় আওয়ামী লীগের দুই নেতা ফারুক খানকে উত্তরে ও দক্ষিণে ড. আবদুর রাজ্জাককে কমিটি গঠনের দায়িত্ব দেন। তারা দীর্ঘ সময় কাজ করে কমিটি চূড়ান্ত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ ধরে চলা বর্তমান কমিটির অনেক নেতাই দুই কমিটির সভাপতি হওয়ার চেষ্টা করেছেন। তারা কেন্দ্রীয় পর্যায়ে তদবিরও করেছেন। তবে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিভক্ত কমিটিতে দায়িত্ব নিতে চান না বলে আগে থেকেই আলোচনা ছিল। নগর কমিটিতে না থাকায় মায়া কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে আলোচনা রয়েছে। -মানবজমিন
১০ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস