রবিবার, ১০ এপ্রিল, ২০১৬, ১০:৩৪:২৮

কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করলেন শেখ হাসিনা

কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করলেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক : রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ১০টায় তিনি নবনির্মিত এ কারাগারের উদ্বোধন করেন।   

এশিয়ার সর্বাধুনিক ও বৃহত্তম মডেল কারাগার হচ্ছে এটি। নবনির্মিত এ কারাগারে এক সঙ্গে প্রায় ৪ হাজার ৫৯০ জন পুরুষ বন্দি রাখা যাবে। পুরুষ কারাগারটির পাশে নতুন একটি নারী কারাগার নির্মাণাধীন রয়েছে। সেটি নির্মাণ শেষ হলে ২৭০ নারী বন্দি থাকতে পারবেন।

কারা অধিদপ্তর সূত্র জানায়, প্রায় সোয়া ২শ’ বছরের ঐতিহ্য ভেঙে ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে কেরানীগঞ্জে স্থানান্তরিত করা হচ্ছে কেন্দ্রীয় কারাগারটি। একই সঙ্গে বদলে গেছে কারা স্থাপনার লাল রং।

বর্তমানে পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডে স্থাপিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নতুন কারাগারের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার।

১৭৮৮ সালে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে এ কারাগার স্থাপিত হয়। পুরাতন কারাগারের জমিতে ভবিষ্যতে পার্ক, প্রশিক্ষণ কেন্দ্র, ব্যায়ামাগার ও কনভেনশন সেন্টার, জাদুঘর প্রভৃতি নির্মাণ করা হবে বলেও জানিয়েছে কারা অধিদফতর সূত্র।

কারা কর্তৃপক্ষ জানায়, পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডে অবস্থিত দেশের বর্তমান কেন্দ্রীয় কারাগারে ১০ হাজারের বেশি বন্দি রয়েছেন। অথচ এর ধারণ ক্ষমতা সাড়ে ৩ হাজারের মতো। উদ্বোধনের পর যে কোনো ছুটির দিন নতুন কারাগারে এসব বন্দিদের স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে।

কেন্দ্রীয় কারাগার উদ্বোধন উপলক্ষে আয়োজিত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন, আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে