ঢাকা : রাজধানীর বাইরে কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন উপলক্ষে তার সরকারি গাড়িবহরের মেয়র হানিফ ফ্লাইওভার অতিক্রমকালে টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরনীগঞ্জে যাওয়া এবং সেখান থেকে ফেরার পথে তার গাড়িবহরের সব যানবাহনের টোল পরিশোধ করেন।
প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে টোল পরিশোধ করেন।
গত বছর ১২ ডিসেম্বর শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মাণকাজ উদ্বোধর করার পর মুন্সীগঞ্জ থেকে রাজধানীতে ফেরার সময় তার সরকারি গাড়িবহরের ধলেশ্বরী সেতু ও মেয়র হানিফ ফ্লাইওভারের টোল পরিশোধ করেছিলেন।
১০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম