নিউজ ডেস্ক : মানহানির অভিযোগে দেশের বিভিন্ন জেলায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা ৭২টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
মামলাগুলোর স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।
আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক।
এর আগে গত ৩ এপ্রিল ৬৬টি মামলায় মাহফুজ আনামকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। মামলাগুলোতে আগাম জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ।
প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে এসব মামলা করা হয়।
মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, ওই সংবাদের কারণে প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে এবং সংবাদের কারণেই জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে শেখ হাসিনাকে।
১১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম