সোমবার, ১১ এপ্রিল, ২০১৬, ০৮:৪৬:৩৯

‘পহেলা বৈশাখ পালন করলে মুসলমানিত্ব যায় না’

‘পহেলা বৈশাখ পালন করলে মুসলমানিত্ব যায় না’

ঢাকা : পহেলা বৈশাখের বিরোধিতাকারীদের উদ্দেশ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এক ধর্মে বিশ্বাসী হয়েও বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন ভাষায় পৃথিবী ভাগ হয়ে আছে।  কোরআন এবং হাদীসে বলেছে, দেশপ্রেম ঈমানের অঙ্গ।  যার দেশপ্রেম নেই তিনি ঈমানি মুসলমান নন, তিনি বিশ্বাসী মুসলমান নন।  পহেলা বৈশাখ পালন করলে মুসলমানিত্ব যায় না, ঈমান নষ্ট হয় না।

সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  

‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দাঁড়াও’ এ স্লোগানে অনুষ্ঠানটির আয়োজন করে বাঙালি সাংস্কৃতিক জোট।

তথ্যমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের উৎসব বেলাল্লাপনা নয়।  পহেলা বৈশাখ পালনের মধ্যদিয়ে দেশজ সংস্কৃতির চর্চা করবে।  দেশজ সংস্কৃতি পালন না করলে, বুকে ধারণ না করলে আমার ঈমান দুর্বল হয়ে যাবে।  যারা এর বিপক্ষে বলে তারাই দেশবিরোধী, তারাই ধর্মবিরোধী, বাংলার মাটিতে কুলাঙ্গার।  

তিনি বলেন, আমরা ক’দিন আগে একুশ উদযাপন করেছি।  বাংলাদেশ কোন পথে যাবে আমরা নিষ্পত্তি করেছি।  আন্দোলন সংগ্রাম যুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশ কখনই পাকিস্তান-আফগানিস্তান তালেবান মধ্যপ্রাচ্যের রক্তাক্ত জনপদের পথে যাবে না।  বাংলাদেশ বাংলাদেশের পথেই থাকবে।

তথ্যমন্ত্রী ইনু বলেন, বাংলাদেশের পথ হচ্ছে আউল-বাউলের দেশ, হাসান রাজা লালন ফকিরের পথ।  বাংলাদেশের পথ হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা বড়দিন উৎসবের মিলনের পথ।  বাঙালি সাওতাল গারো চাকমা বিভিন্ন জাতি সত্তার সম্মিলিত পথ বাংলাদেশ।  এ দেশ কবি নজরুলের, রবীন্দ্রনাথের পথ।  বীর মুক্তিযোদ্ধদের পথ।

তিনি বলেন, বাংলাদেশকে বাংলাদেশের পথে রাখতে হলে আমরা জঙ্গিবাদের সাথে মিটমাট করতে পারি না।  দেশজ সংস্কৃতি বক্ষে ধারণ করে জঙ্গিবাদ রাজাকারদের বর্জন করার আহ্বান জানান তিনি।

জোটের সাধারণ সম্পাদক সঞ্জীব দাস অপুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জোটের সভাপতি সাইফুল আজম বাশার, জোটের সদস্য সচিব আব্দুল মতিন ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, জোটের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক জোটের সভাপতি কবি মোশাররফ হোসেন প্রমুখ।
১১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে