ঢাকা : রাজধানীর কদমতলী থানার শ্যামপুর এলাকায় কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগ অফিসে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১১ এপ্রিল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল হক।
তিনি জানান, আহত ফারুক হোসেন (৩৩) ও মানিক মিয়াকে (৩১) স্থানীয়রা উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে। তাদের দু’জনের মাথায় চাপাতির কোপের মারাত্মক দাগ রয়েছে।
এ ব্যাপারে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, দুপুর দেড়টার দিকে শ্যামপুর আওয়ামী লীগের অফিসে সাবেক এমপি সানজিদা খানমের উপস্থিতিতে প্রতিপক্ষ আওলাদ গ্রুপ হামলা চালায়। এসময় তারা অফিসের টিভিসহ আসবাবপত্র ভাঙচুর করে।
সানজিদার অনুসারীরা বাধা দিতে গেলে আওলাদ গ্রুপের লোকজনের মারপিটে ফারুক ও মানিকসহ পাঁচজন আহত হন।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ১০ এপ্রিল রোববার স্থানীয় আ.লীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় যথাক্রমে নাজিম আলী ও মোবারক হোসেনকে। তারা সানজিদার সমর্থক। সানজিদাবিরোধী আওলাদ হোসেন সভাপতি পদ চেয়ে ব্যর্থ হওয়ায় এ হামলা চালানো হয়।
১১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম