ঢাকা : সকল নাগরিকের কাছে নিরাপদ খাদ্য সরবরাহ করা হবে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, খাদ্যে ভেজালকারীরা যত শক্তিশালী আর ক্ষমতাধর হোক না কেন ছাড় দেয়া হবে না।
১১এপ্রিল সোমবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় আয়োজিত 'স্ট্রিট ফুড কার্টের গাড়ি হস্তান্তর' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সাঈদ খোকন বলেন, অনিরাপদ খাবার খেয়ে আমাদের ছেলে-মেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে। তাই ভেজালমুক্ত খাবার সরবরfহ করতে হবে। নগরবাসীর নিরাপদ খাবার সরবরfহে সিটি করপোরেশন অঙ্গীকারাবদ্ধ। খাদ্যে কোনো ধরনের ভেজাল যেন না হয় সে জন্য আমরা ভেজালবিরোধী কার্যক্রম অব্যহত রাখবো। আমাদের সতর্ক থাকতে হবে, যাতে করে মানুষ নিরাপদ খাবার খেতে পারে। সেজন্য সবার সহযোগিতা চাই।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আবাসিক প্রতিনিধি মাইক রবসন, ২১ নং ওয়ার্ড এর কাউন্সিলর, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
১১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/অন্তু/এএম