মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০২:৫২:২৯

জীবিত নেতাকে নিয়ে খালেদা ও বিএনপির শোকবার্তা!

জীবিত নেতাকে নিয়ে খালেদা ও বিএনপির শোকবার্তা!

নিউজ ডেস্ক : এর আগে সোমবার বিকেলে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলমগীর হায়দার খানের মৃত্যুর খবর জানিয়ে শোকবার্তা পাঠায় বিএনপি। কিন্তু বাস্তবে তিনি জীবিত!

নিজেদের দলের নেতা ও সাবেক সাংসদকে নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সদ্য দায়িত্বপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া সেই 'ভুল শোকবার্তা' পরবর্তিতে প্রত্যাহার করেছে দলটি। পরে আরেক বিবৃতিতে তা নিয়ে সংশোধনী দিয়ে বলা হয়, ওই নেতা আসলে মারা যাননি।

প্রথম বিবৃতিতে বলা হয়, 'চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য  আলমগীর হায়দার খান গতকাল রাত দেড়টায় ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক দু:খ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।'

ওই বিবৃতিতে বলা হয়, 'আজ এক শোকবাণীতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, আলমগীর হায়দার খানের মৃত্যুতে চাঁদপুরবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত।'

এতে আরও বলা হয়, 'বেগম জিয়া মরহুম আলমগীর হায়দার খান এর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার,আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।'

গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম আলমগীর হায়দার খান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সহমর্মিতা জানান।'

প্রথম বিবৃতির প্রায় সোয়া এক ঘণ্টা পর আরেকটি বিবৃতি আসে গণমাধ্যমে। আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত ওই বিবৃতিতে নিজেদের দলের নেতার মৃত্যু খবর নিয়ে সংশোধনী পাঠানো হয়।

দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, 'চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলমগীর হায়দার খান গতরাতে মৃত্যুবরণ করেছেন মর্মে খবর পেয়ে আমরা আজ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকবার্তা বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করেছিলাম। বাস্তবে তিনি এখন এ্যাপোলা হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে ইউনাইটেড হাসপাতালে লাইফ সার্পোটে রয়েছেন।'

বিবৃতিতে আব্দুল লতিফ জনি বিবৃতিতে বলেন, 'অনাকাঙ্খিতভাবে ভুল তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিএনপি চেয়ারপার্সনের শোকবার্তা পাঠানোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।'

বিএনপির সহদফতর সম্পাদক মোঃ আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত প্রথম বিবৃতিটি গণমাধ্যমে আসে বিকেল ৪টা ১২ মিনিটে। এরপর একই নেতা স্বাক্ষরিত আরেকটি বিবৃতি আসে বিকেল ৫টা ২৭ মিনিটে।

১২ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে