ঢাকা : পহেলা বৈশাখে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস।
বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।
এরই মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
জাসাসের সভাপতি আবদুল মালেক বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন।
তিনি বলেন, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত আবেদন করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই অনুমতি পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীরা অংশ নেবেন। অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হবে বলে জানান তিনি। এবারের অনুষ্ঠানে নতুন মাত্রা পাবে।
১২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম