নিউজ ডেস্ক : পয়লা বৈশাখে নগরীর ২২টি স্থান থেকে নারীদের নিরাপত্তা দেবে ‘নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলন’। মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে সংহতি ও সাংস্কৃতিক সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। নারীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য মাথায় ব্যান্ডানা ও হাতে ঝান্ডা নিয়ে দাঁড়াবে।
নিপীড়নের শিকার হলে নারীদের ০১৭৬৮০৮০৫১৩ ও ০১৫১৬৯৬৯৩০৩ এ দুটি নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলনের আহ্বায়ক শারমিন মুরশীদ বলেন, নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তাদের কাজই হবে পুলিশের কাজে সহায়তা করা।
তিনি বলেন, মৎস্য ভবন থেকে রমনা উদ্যান হয়ে শাহবাগ, টিএসসি হয়ে দোয়েল চত্বর পর্যন্ত ২২টি জায়গায় নজরদারি থাকবে। স্বেচ্ছাসেবীরা নীল রঙের পোশাক পরে মাথায় ব্যান্ডানা ও হাতে ঝান্ডা নিয়ে দাঁড়াবেন।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ, বামপন্থী ছাত্রসংগঠনসহ বেশ কিছু সংগঠন।
সংহতি জানাতে গিয়ে ঘুরেফিরে তনু হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন তারা। তারা বলেন, হয়তো একদিন এমন কথাও উঠবে যে, তনুকে ভালুকে বা জিনে খুন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার সভাপতি মমতাজ বেগম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ, ভাস্কর রাশা প্রমুখ।
১২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম