নিউজ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে ভয়াবহ আগুনে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
রোববার সন্ধ্যায় হাসিনা মার্কেটে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি কেরোসিন চুলা বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
স্থানীয়দের দাবি, এ মার্কেটে আড়াইশ'র বেশি দোকান রয়েছে এবং সেসব দোকানের একেকটিতে প্রায় ২০ কোটি টাকার মালামাল রয়েছে। ছিল নগদ টাকাও।
তারা জানিয়েছেন, হাসিনা মার্কেটে মহিমের দোকানে প্রায় ২০ কোটি টাকার কেবল সিগারেটই ছিল।
সব মিলিয়ে অগ্নিকাণ্ডে ২ হাজার কোটি টাকার মতো ক্ষতির আশঙ্কা করছেন তারা। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তরফে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানিয়েছেন, দ্বিতল মার্কেটির ভিত কাঠের তৈরি, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না।
জানা গেছে, পৌনে ৭টার দিকে এ মার্কেটে একটি কেরোসিনের চুলা বিস্ফোরিত হয়। চারপাশে তেল ছড়িয়ে কিছুটা আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে কিছুক্ষণ নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় তারা।
ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছেন নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত উল্লাহ।
ফায়ার সার্ভিসের ডিজি মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে দাহ্য পদার্থ ছিল, জায়গাটাও ভীষণ অন্ধকার। পানির স্বল্পতাও ছিল। এসব কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়েছে।
এদিকে আগুন লাগার খবরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাত সাড়ে ৯টায় সেখানে পৌঁছেন তিনি।
১ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম