সোমবার, ০২ মে, ২০১৬, ০৮:৩২:৩৪

স্বস্তির বৃষ্টিতে শীতল বাংলাদেশ

স্বস্তির বৃষ্টিতে শীতল বাংলাদেশ

নিউজ ডেস্ক : বেশ ক’দিন ধরেই পুরো দেশ পুড়ছিল প্রচণ্ড দাবদাহে। তীব্র গরমে জনজীবন যেন ত্রাহী ত্রাহী অবস্থা। বৃষ্টির জন্য নামাজ পড়ে প্রার্থনাও করা হয়। তবুও যেন বৃষ্টি আসছিল না। তীর্থের কাকের মত বৃষ্টির অপেক্ষা ছিল পুরো দেশবাসী।

এরপরও প্রশ্ন, কবে বৃষ্টি আসবে? এত গরম যে আর সহ্য হচ্ছে না! তবে অবশেষে মানুষের এত প্রার্থনার ফল বোধহয় মিলল। টানা তাপপ্রবাহের পর খানিক স্বস্তি পেলো পুরো দেশ। ঢাকাসহ দেশেরে প্রতিটি অঞ্চলেই সন্ধ্যায় শুরু হয় ঝড়বৃষ্টি। আর অমনি শীতলতার পরশ বুলিয়ে দেয় সমগ্র মানুষের মাঝে।

গতকালের ঝড়োবৃষ্টি পুরো দেশের মানুষকে স্বস্তি দিয়েছে। যদিও কালবৈশাখী কখনোই মানুষের জন্য স্বস্তিকর ছিল না। তারপরও গতকালের কালবৈশাখী ছিলো স্বস্তির। তবে এর মধ্যেও কিছুটা দুঃসংবাদ রয়েছে। গতকালের কালবৈশাখিতে দেশের বিভিন্ন স্থানে ১০জন আহতসহ একটি নবনির্মিত ভবনও হেলে পড়েছে।
২ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে