সোমবার, ০২ মে, ২০১৬, ১১:৫৮:২০

মানবতাবিরোধী মামলায় কিশোরগঞ্জের ৫ জনের রায় কাল

মানবতাবিরোধী মামলায় কিশোরগঞ্জের ৫ জনের রায় কাল

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জের শামসুদ্দিন আহমেদ ও তার সহোদর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদসহ ৫ জনের রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।

ট্রাইব্যুনাল সূত্রে সোমবর এ তথ্য জানা গেছে। গত ১১ এপ্রিল কিশোরগঞ্জ জেলা বারের আইনজীবী মো. শামসুদ্দিন আহমেদসহ পাঁচ আসামির বিষয়ে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) শেষ হয়। পরে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে সিএভি (অপেক্ষমান) ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মামলায় পাঁচ আসামির মধ্যে অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ ও তার সহোদর নাসিরউদ্দিন আহমেদ কারাবন্দি। অপর আসামি গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম পলাতক রয়েছেন।
০২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে