নিউজ ডেস্ক : মঙ্গলবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ পিটিশনের শুনানিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহা বলেছেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে যে নৃশংসতা হয়েছে সেটিকে কসোভো ও যুগোশ্লোভিয়ার যুদ্ধের সঙ্গে তুলনা করলে হবে না। এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নৃশংসতার সঙ্গে তুলনা করতে হবে।
বিচারপতি বলেন, মুক্তিযুদ্ধে পাক সেনারা দুই মাসও এদেশে অবস্থান করতে পারত না, যদি না তাদেরকে আলবদর ও তাদের সহযোগীরা সহযোগিতা না করত।
এসময় তিনি আরও বলেন, আমরা বিচারের নামে তামাশা চাই না। কারণ এই মানবতবিরোধী অপরাধের বিচার সারাবিশ্ব পর্যবেক্ষণ করছে। এজন্য সকল আইনি সুযোগ সুবিধা দিয়ে এবং যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় সে বিষয়টি লক্ষ্য রেখেই এই বিচার করা হচ্ছে।
এসময় নিজামীর পক্ষে শুনানি করতে গিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, মূল হোতাদের ছেড়ে দিয়ে ৪০ বছর পর চুনোপুঁটিদের বিচার করা হচ্ছে। রাজনৈতিক কারণেই এই বিচার করা হচ্ছে।
৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন