মঙ্গলবার, ০৩ মে, ২০১৬, ০৩:৫২:৩৮

কিলোতে বাস ভাড়া কমলো মাত্র ৩ পয়সা

কিলোতে বাস ভাড়া কমলো মাত্র ৩ পয়সা

ঢাকা : প্রতি কিলোমিটারে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ভাড়া কমলো মাত্র ৩ পয়সা।  আগামী ১৫ মে থেকে এ ভাড়া কার্যকর হবে।

মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।  তবে ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চট্টগ্রাম মহানগর এর আওতার বাইরে থাকবে।

আন্তঃজেলা ও দূরপাল্লায় ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি যাত্রী প্রতি কিলোমিটার ১ টাকা ৪৫ পয়সা থেকে ৩ পয়সা কমিয়ে ১ টাকা ৪২ পয়সা করা হয়েছে।

এতে বলা হয়, প্রস্ততকারক বা বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে আরামদায়ক ভ্রমণের জন্য বাস-মিনিবাসের আসন সংখ্যা পুনর্বিন্যাস করা হলে আনুপাতিক হারে ভাড়ার হার নির্ধারিত হবে।  সেক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ হতে আনুপাতিকভাবে ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।

উল্লেখ্য, গত সোমবার প্রতি কিলোমিটার বাস ভাড়া ৩ পয়সা কমানোর প্রস্তাব করে বিআরটিএ।  দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমায় এ প্রস্তাব করা হয়।
৩ মে, ২০১৬/এমটনিউিজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে