মঙ্গলবার, ০৩ মে, ২০১৬, ০৪:০৮:৪২

‘বিএনপির একটিই দাবি’

 ‘বিএনপির একটিই দাবি’

নিউজ ডেস্ক : বিএনপির একটিই দাবি, সেই দাবিতেই আন্দোলন করছে দলটি।  জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠার জন্যই আন্দোলন করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানের মুক্তির দাবিতে ‘মান্নান মুক্তি পরিষদ’ নামের একটি সংগঠনের প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিবাদ সভায় তিনি বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে নিজেদের মধ্যে অভিযোগ ও প্রতিহিংসা বন্ধ করে ঐক্যবদ্ধ হতে হবে।  দলে পদ পেতে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে।  কিন্তু তা যদি প্রতিপক্ষে রূপ নেয় তাহলে দলের জন্য ক্ষতি।

নজরুল ইসলাম খান বলেন, একজন আরেকজনের বিরুদ্ধে দোষারোপ বন্ধ করে ঐক্যবদ্ধ হোন।  তাহলেই সাংগঠনিকভাবে শক্তিশালী হবে দল।

সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কায় বিএনপির দাবি মানছে না বলে মন্তব্য করেন তিনি।  নজরুল ইসলাম খান বলেন, এ সরকার জানে বিএনপির দাবি মানলে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না।  তাদের কোনো জনপ্রিয়তা নেই।

তিনি বলেন, তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে।  সে জন্য সব ধরনের স্থানীয় নির্বাচনে কারচুপির আশ্রয় নিয়েছে।  নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি করছে বিএনপি।  এটি ন্যায্য দাবি।  কারণ এ সরকারের অধীনে কোনো নির্বাচন আর সুষ্ঠু হতে পারে না।

বিএনপির এই নেতা বলেন, জনগণকে বোঝাতে হবে, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।  তাই জনগণের জন্য তারা কোনো কাজ করবে না।  তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আরো করবে।

নজরুল ইসলাম খান বলেন, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আড়াই হাজার কোটি টাকা লেনদেনের যে অভিযোগ উঠেছে সরকারের উচিত তা তদন্ত করা। কারণ জনগণ এই টাকার উৎস সম্পর্কে জানতে চায়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম ও গাজীপুরের স্থানীয় নেতারা।
৩ মে, ২০১৬/এমটনিউিজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে