ঢাকা : পরকীয়ার টানে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী জামিল হোসেনকে খুন করেছেন মৌসুমী আক্তার। সন্দেহভাজন হিসেবে আটকের পর খুনের কথা স্বীকার করেছেন মৌসুমী।
এ কথা সাংবাদিকদের জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ।
মঙ্গলবার সকালে চকবাজার থানার ওয়াসা রোডের ৫৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বাসার খাটের নিচ থেকে জামিলের (৩৫) পলিথিনে মোড়ানো গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জামিলের স্ত্রী মৌসুমী, প্রেমিক আসলাম ও তার বন্ধু আল-আমীনকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় চকবাজার থানার ওসি শামীম অর রশিদ বলেন, মৌসুমীকে সন্দেহভাজন খুনি হিসেবে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেছেন।
এ ঘটনার সঙ্গে মৌসুমীর প্রেমিকসহ আরেকজন ছিল। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
সূত্র জানায়, মৌসুমীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আসলাম। এরপর মৌসুমী আসলামকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেন। এতে বাধা হয়ে দাঁড়ায় স্বামী জামিল। মৌসুমী পরিকল্পনা করেন জামিলকে হত্যা করার।
পুলিশ জামিল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
৩ মে, ২০১৬/এমটনিউিজ২৪/এমআর/এসএম