নিউজ ডেস্ক : এবার সিরাজগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমজাদ হোসেনকে (৪০) গাড়িচাপা দিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাতে তিনি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৭নং ওয়ার্ডের কোবদাসপাড়ায় বাড়ির আঙ্গিনার সরু রাস্তা দিয়ে বালুভর্তি ট্রাক চলাচলে নিষেধ করায় ক্ষুব্ধ হয়ে ট্রাকের হেলপার তাকে গাড়ি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় আমজাদকে রাত পৌনে আটটায় সিরাজগঞ্জ জেনারের হাসপাতালে ভর্তি করা হলে কিছু সময় পর তিনি মারা যান। এ খবর ছড়িয়ে পড়ার পর শহর আওয়ামী লীগের সভাপতি হাজী ইসহাক আলী ও সাধারণ সম্পাদক দানিউল হকসহ আওয়ামী লীগ নেতারা হাসপাতালে তাকে দেখতে যান।
৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ