মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৩:৪৩

টাইগার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

টাইগার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালেই ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভালো পারফর্ম করায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। আর প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আমির জাঙ্গু।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার (২ ডিসেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজের দল থেকে স্কোয়াডে দুটি পরিবর্তন আনা হয়েছে। হায়ডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর জায়গা নিয়েছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস।

জাস্টিন গ্রিভস ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে আগে খেললেও জাঙ্গু প্রথমবার ডাক পেয়েছেন। ২৭ বছর বয়সি উইকেটরক্ষক ব্যাটার জাঙ্গুকে নিয়ে বেশ আলোচনাও হচ্ছে। ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা জাঙ্গু সবশেষ ৫ ইনিংসের মধ্যে তিন ম্যাচেই হাঁকিয়েছেন অর্ধশতক। আছে ১টি শতরানের ইনিংসও।

প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ডাক পেলেন আমির জাঙ্গু।

ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন শাই হোপ। সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন ব্রেন্ডন কিং। সেন্ট কিটসে আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে। পরে তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড
শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে