বুধবার, ১৮ মে, ২০১৬, ০৩:১৭:৫৯

খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ হাইকমিশনার

খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ হাইকমিশনার

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেকের বৈঠক হওয়ার কথা রয়েছে আজ।

বুধবার বিকেল সাড়ে পাঁচটায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

তবে কি বিষয়ে বৈঠক তা স্পষ্ট করেননি তিনি। বিএনপি একটি সূত্র বলছে, দেশের সম্প্রতিক বিষয়াবলী নিয়েই আলোচনা হতে পারে।

 

আগে সোমবার সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসায় ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দফতরের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ই টডের সঙ্গে বিএনপির সিনিয়র ৬ নেতার বিশেষ বৈঠক হয়।

বৈঠকে অংশ নেওয়া বিএনপির নেতারা হলেন, দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ, ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন। বৈঠকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সকাল ১০টার দিকে বিএনপি নেতারা দলের গুলশান কার্যালয়ে যান।

১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে