মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২৬:২৯

এমপি বদির বিচার শুরু

এমপি বদির বিচার শুরু

ঢাকা : অবশেষে অবৈধ সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি আবদুর রহমান বদির বিচার শুরু হয়েছে আদালতে।
 
আজ মঙ্গলবার তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার-৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার ।
 
গত ১৯ আগস্ট অভিযোগ গঠন বিষয়ে শুনানির পর আদেশ দানের জন্য ৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন ওই বিচারক।

মামলাটিতে দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর কবির হোসেইন শুনানি করেন।
 
মামলাটিতে আসামি বদির বিরুদ্ধে ছয় কোটি ৩৩ লাখ ৯৪২ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
 
২০১৪ সালের ২১ আগস্ট এমপি বদির বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান এই মামলাটি দায়ের করেন। এতে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামার বাইরে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা অবৈধ সম্পদ থাকার অভিযোগ আনা হয়।
 
পাঁচ বছরে তার আয় ৩৬ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ৪০ টাকা। হলফনামা অনুসারে তার বার্ষিক আয় ৭ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৮০৮ টাকা। আর বার্ষিক ব্যয় ২ কোটি ৮১ লাখ ২৯ হাজার ৯২৮ টাকা।
 
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে জমা দেয়া হলফনামায় তার বার্ষিক আয় ছিল ২ লাখ ১০ হাজার ৪৮০ টাকা। ব্যয় ছিল ২ লাখ ১৮ হাজার ৭২৮ টাকা। ওই সময় বিভিন্ন ব্যাংকে তার মোট জমা ও সঞ্চয়ী আমানত ছিল ৯১ হাজার ৯৮ টাকা। পাঁচ বছরে তার সম্পদ ‍বৃদ্ধি পেয়েছে ৩৫১ গুণ।
 
চলতি বছর ৭ মে দুদকের উপ-পরিচালক মঞ্জিল মোর্শেদ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটিতে তিনি গত বছর ১২ অক্টোবর ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।
৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে