রবিবার, ২২ মে, ২০১৬, ০২:১৫:৪০

এবার সেই এমপি বাদলের আসন শূন্য ঘোষণা করতে আইনি নোটিশ

এবার সেই এমপি বাদলের আসন শূন্য ঘোষণা করতে আইনি নোটিশ

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক কার্যকরী সভাপতি ও বর্তমানে আম্বিয়া-প্রধানের নেতৃত্বাধী কমিটর কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদলের সংসদীয় আসন (চট্টগ্রাম-৮) শূন্য ঘোষণা চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও মাঈনুদ্দিন খান বাদলের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।

রবিবার সকালে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট লায়েকুজ্জামান। নোটিশে তার সংসদীয় আসন শূন্য ঘোষণা চেয়ে নির্বাচনের পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আইনি যুক্তিতে বলা হয়েছে, মাঈনুদ্দিন খান বাদল এখন জাসদ দলটির বাইরে। তিনি ১৪ দলেরও বাইরে রয়েছেন। এ জন্য তার নির্দিষ্ট দলের কোনো প্রতীক নেই।

নোটিশে আরও উল্লেখ আছে, মাঈনুদ্দিন খান বাদল আগে যে প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, সেই প্রতীকের দলের সাথে যেহেতু তিনি নেই, তাই এ আসনটি শূন্য ঘোষণা করা দরকার। সাথে সাথে নির্বাচনের ব্যবস্থা করাও জরুরি।
 ২২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে