সোমবার, ৩০ মে, ২০১৬, ০২:৩৫:৩০

রাজপথে জামায়াত-শিবিরের বিক্ষোভ

রাজপথে জামায়াত-শিবিরের বিক্ষোভ

নিউজ ডেস্ক : প্রস্তাবিত শিক্ষানীতিকে ‘নাস্তিক্যবাদী’ দাবি করে তা বাতিলের দাবিতে এবং প্রস্তাবিত শিক্ষা আইনের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। শিক্ষানীতি বাতিলের দাবি ও প্রস্তাবিত শিক্ষা আইনের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার সকাল সাড়ে আটটায় মহানগর দক্ষিণের শিবির সভাপতি সাদেক বিল্লাহর নেতৃত্বে যাত্রাবাড়ী গুলিস্তান মাথা থেকে মিছিলটি  শুরু হয়ে মাছ বাজারের মাথায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বক্তব্য শিবির সভাপতি বলেন, সরকার শিক্ষার সিলেবাস ও কারিকুলাম থেকে ইসলামের মূল্যবোধ ও চেতনাকে সরিয়ে দিয়ে গায়ের জোরে আইন করে নীতিহীন শিক্ষার দিকে জাতিকে ঠেলে দিতে চাচ্ছে। সরকারকে প্রস্তাবিত শিক্ষানীতি ও শিক্ষা আইন প্রণয়নের উদ্যোগ থেকে সরে আসার আহবান জানান তিনি। মিছিলে আরো ছিলেন শিবির নেতা গিয়াস উদ্দিন,মজিবুর রহমান মঞ্জু, আহসান হাবীব।

এদিকে শিক্ষানীতি বাস্তবায়নের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও অঞ্চল।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও থনা আমির আব্দুল্লাহ আল আমিন, মুগদা থানা আমির রিফাত আহমেদ,  ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার সভাপতি মু. সিয়াম রেজা, সাবেক সভাপতি রাশেদুল হাসান রানা সহ প্রমুখ।


চট্টগ্রামে বিক্ষোভ
শিক্ষানীতি ও শিক্ষা আইন বাতিলের দাবিতে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘নাস্তিক্যবাদী’ শিক্ষা ব্যবস্থা চালু করে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র এদেশের জনগণ রুখে দাঁড়াবে।

তার অভিযোগ, বর্তমান সরকার ইসলাম বিরোধী সরকার। সরকার আদর্শহীন শিক্ষানীতি ও শিক্ষা আইন প্রণয়ন করার মাধ্যমে ছাত্রছাত্রীদের নৈতিকতা ও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সরকার সিলেবাস ও কারিকুলাম থেকে ইসলামী চেতনা নির্মূল করে গায়ের জোরে আইন করে নীতি নৈতিকতাহীন শিক্ষার দিকে জাতিকে ঠেলে দিচ্ছে।

তিনি অবিলম্বে ‘কুরআন ও সুন্নাহ বিরোধী শিক্ষানীতি’ এবং  ‘নীতি নৈতিকতা বিরোধী শিক্ষা আইন’ বাতিলের জন্য সরকারের নিকট দাবি জানান।

বাকলিয়ায় অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা নিয়াজ মাহমুদ, ছাত্রনেতা নগর উত্তর সেক্রেটারী এ.টি.এম. ইসলাম। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জামায়াতে ইসলামীর ডবলমুরিং, পাঁচলাইশ চকবাজার, ইপিজেড, কোতোয়ালী, চান্দগাঁও থানার উদ্যোগেও বিক্ষোভ সমাবেশ হয়।

মুন্সীগঞ্জে বিক্ষোভ
এদিকে শিক্ষানীতি বাতিলের দাবি ও প্রস্তাবিত শিক্ষা আইনের প্রতিবাদে মুন্সীগঞ্জেও বিক্ষোভ হয়েছে। ঢাকা-মুন্সীগঞ্জ হাইওয়ের মুক্তারপুর ব্রিজের দক্ষিণ পাশ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে  বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা।

মিছিলটি মুক্তারপুর তেলের পাম্পের গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মু.হৃদয় আহমেদ প্রমুখ।  -বিজ্ঞপ্তি
৩০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে