সোমবার, ৩০ মে, ২০১৬, ০৩:০৮:০১

আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি পেছাল

আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি পেছাল

নিউজ ডেস্ক : নাশকতা ও রাষ্ট্রদ্রোহের তিন মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি পিছিয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, গোলাম নবী ও মাজহারুল ইসলামের পৃথক তিন আদালত শুনানির জন্য আগামী ৬ জুন ধার্য করেন।

এদিন, তিন মামলায় রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় রিমান্ড শুনানির বিষয়ে উচ্চ আদালতে শুনানি মুলতবি থাকায় আসামিপক্ষে সময়ের আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। পরে আদালত আবেদন মঞ্জুর করে ৬ জুন দিন ধার্য করেন।
 
রাষ্ট্রদ্রোহের মামলায় পুলিশের করা দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি হবে মঙ্গলবার। আর মতিঝিল ও লালবাগ থানার নাশকতার দুই মামলায় দশ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন আদালত শুনবে ৬ জুন।

আদালত পুলিশের এসআই রুহুল আমিন জানান, সোমবার সকাল ১০টার দিকে আসলামকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। শুনানি পিছিয়ে যাওয়ার পর কোর্ট হাজত থেকে তাকে ফিরিয়ে নেওয়া হয় কারাগারে।

মতিঝিল থানার মামলাটি গত বছরের ৪ জানুয়ারির এবং লালবাগ থানার মামলাটি গত বছরের ৫ জানুয়ারির। দুই মামলায় ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। আর রাষ্ট্রদ্রোহ মামলাটি করা হয়েছে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে মিলে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে।

প্রসঙ্গত, গত ২৪ মে মোসাদ কানেকশনে সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহের মামলায় ৭ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত ১৬ মে আসলাম চৌধুরী এবং তার ব্যাক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
৩০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে