সোমবার, ৩০ মে, ২০১৬, ১১:০৫:৩৪

‘অনিবন্ধিত সিম বন্ধ না করতে সুপ্রিমকোর্টে আবেদন’

‘অনিবন্ধিত সিম বন্ধ না করতে সুপ্রিমকোর্টে আবেদন’

ঢাকা : সরকার নির্ধারিত সময়সীমা ৩১ মে’র মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন না করলে সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত স্থগিত রাখতে নির্দেশনা চেয়ে সুপ্রিমকোর্টে আবেদন করা হয়েছে।

সোমবার দুপুরে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বারে এ আবেদন করা হয়।

হাইকোর্টে রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক এ আবেদন করেছেন।  তিনি বলেছেন, মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হতে পারে।

অনিক আর হক বলেন, হাইকোর্ট সিম নিবন্ধন প্রক্রিয়াকে বৈধ বলে রায় দেন।  কিন্তু এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়নি।  পূর্ণাঙ্গ রায় পেলে আপিল বিভাগে আপিল দায়ের করবো।  

কিন্তু তার আগে সরকার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন না করলে ৩১ মে’র পর অনিবন্ধিত সিম সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছে সরকার।  তাই সরকারের এ সিদ্ধান্তের বিষয়ে নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে।  আপিল দায়ের ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন না করার আবেদন জানিয়েছি।

উল্লেখ্য, গত ৯ মার্চ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে এস এম এনামুল হক নামের এক আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন।  

গত ১৪ মার্চ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

রুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ও মোবাইল ফোন অপারেটরগুলোসহ ১৩ জনকে জবাব দিতে বলা হয়।

পরে এ বিষয়ে দু’দিন শুনানির পর রুল নিষ্পত্তি করে গত ১২ এপ্রিল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ সিম নিবন্ধন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে রায় প্রদান করেন।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে রিটকারী পক্ষ।  রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো প্রকাশ না হওয়ায় আপিল দায়ের হয়নি।

এজন্য সোমবার রিটকারীর পক্ষে আবেদন জানিয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।
৩০মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে