বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৩:৩৮

ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে ‘ড্রেস-কোড’!

নিউজ ডেস্ক : পরীক্ষাকেন্দ্রে ছেলেদের ফুলহাতা শার্ট ও জুতা-মোজার পরার ওপর নিষেধাজ্ঞা আসছে।  প্রশ্নপত্র ফাঁস এবং ভর্তি পরীক্ষায় জালিয়াতির ক্রমাগত অভিযোগের মুখে এবার জালিয়াতি ঠেকাতে পরীক্ষার্থীদের পোশাকের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের চিন্তা ভাবনা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

কর্তৃপক্ষ বলছে, গতবছর জালিয়াতি রোধে ভর্তি পরীক্ষায় কুড়িটির বেশি প্রশ্নপত্রের সেট তৈরি করা হয়েছিল।  কিন্তু তাতেও ঠেকানো যায়নি জালিয়াতদের।  ফলে কর্তৃপক্ষ এবার ড্রেস-কোড-এর চিন্তাভাবনা করছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেউ যাতে পরীক্ষার হলে ঢুকতে না পারে , সেজন্য পরীক্ষাকেন্দ্রে ছেলেদের ফুলহাতা শার্ট ও জুতা-মোজার পরার ওপর নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে।

আগামী অক্টোবরে অনুষ্ঠেয় পরীক্ষায় এ নিয়ম কার্যকর করা হবে বলে জানান তিনি।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে