নিউজ ডেস্ক : ফ্যাশন হাউসের উদ্বোধন করতে গিয়ে জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাকে গাউন পছন্দ করে দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর ষোলশহরে একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এরশাদ।
এসএ গ্রুপের এসএ ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমাকে গাউন পছন্দ করে দিচ্ছেন এরশাদ।
ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে শোরুম পরিদর্শনে যান এরশাদ। এ সময় তার সঙ্গে থাকা পূর্ণিমাকে গাউন পছন্দ করে দেন তিনি।
পূর্ণিমাও এরশাদের পছন্দ করে দেয়া গাউন সাদরে গ্রহণ করেন। এ সময় শোরুমের কর্মীরা একই ডিজাইনের আরো কাপড় দেখাতে চাইলে এরশাদ বলেন, আর লাগবে না। এটাই ওকে মানাবে।
এ সময় এরশাদের সঙ্গে ছিলেন সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস ও জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ।
এর আগে বক্তব্যে পূর্ণিমা বলেন, আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না। এর মধ্যে আবার সাবেক রাষ্ট্রপতির সামনে। এটা রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার।
বক্তব্যে এমনটি বললেও পরে নেভি ব্লু ও গোল্ডেন কালারের কাপড়ের সংমিশ্রণে তৈরি একটি গাউন পূর্ণিমাকে পছন্দ করে দেন এরশাদ। তিনি তা সাদরে গ্রহণ করেন।
৪ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম