ঢাকা : বাংলাদেশে সন্ত্রাসী হামলা বিশ্বে চলমান সন্ত্রাসবাদ থেকে আলাদা কিছু নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।
আজ রোববার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত পরিবেশ দিবসের অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি।
বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশ বাংলাদেশের সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায়।
তিনি বলেন, সুযোগ নেই বাংলাদেশের বর্তমান সন্ত্রাসবাদকে আলাদা করে দেখার। এটা বৈশ্বিক সন্ত্রাসবাদেরই অংশ।
তিনি বলেন, অন্তত আমাদের রিপোর্ট তাই বলছে। গত ১৫ মাসে বাংলাদেশে ৪০টিরও বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। এগুলো যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বাংলাদেশের অন্যান্য যে বন্ধুরাষ্ট্র রয়েছে, তাদের সঙ্গে নিয়ে মোকাবেলা করতে চাই।
উল্লেখ্য, আজ রোববার সকাল ৭টার দিকে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি করে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা।
দুই ছেলেমেয়েকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অতি সম্প্রতি বাবুল আক্তারের পদোন্নতির পর ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী ছেলেমেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন।
এদিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় সুনীল গোমেজ (৬৫) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে বনপাড়া খ্রিষ্টানপল্লিতে এ ঘটনা ঘটে। সুনীল খ্রিষ্টানপল্লির যোসেফ গোমেজের ছেলে।
৫ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম