ঢাকা : মোটরসাইকেল চালকরা সাবধান! তিনজন নিয়ে চালালেই আটক। এমন সতর্কবাণী জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
৬ জুন সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওই নির্দেশনার কথা জানান।
দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডে খুনের পর মোটরসাইকেলে পালানোর ঘটনা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে মোটরসাইকেলে তিন জন চলা যাবে না। তিনজন চললেই বাধা দেব। কোনোভাবেই তিনজন নিয়ে মোটরসাইকেল চলতে দেয়া হবে না।
উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি।
৫ জুন রোববার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে খুন করে দুর্বৃত্তরা।
মিতুকে খুনের পর হত্যাকারী তিনজন মোটরসাইকেলে করে দ্রুত স্থান ত্যাগ করে। সিসিটিভি ফুটেজে তাদের পালাতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, মিতু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মাত্র ৫০ সেকেন্ডে। মিতুর মৃত্যু নিশ্চিত করতে তারা মাত্র ১৭ সেকেন্ড সময় নিয়েছে। মোটরসাইকেল নিয়ে আগেই দাঁড়িয়েছিল দুই হামলাকারী, অপরজন মিতুকে অনুসরণ করেছিল পেছন থেকে।
জিইসি মোড়সংলগ্ন মিষ্টির দোকান ওয়েল ফুডের সামনে পৌঁছার সাথে সাথে মিতুকে প্রথমে ছুরি মারে এবং পরে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলে পালিয়ে ঘাতকরা। এ সময় মিতুর পাশেই দাঁড়িয়ে ছিল তার পাঁচ বছরের শিশু-সন্তান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের মনোবল নষ্ট করতেই চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। যে অফিসারের স্ত্রী ওপর হামলা করা হয়েছে তিনি চৌকস অফিসার। জঙ্গি দমনের কারণে তিনি টার্গেটে ছিলেন। এটা একটি টার্গেট কিলিং।
মন্ত্রী বলেন, আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। আশা করছি, এ হত্যাকাণ্ডে জড়িতদের খুব দ্রুত ধরতে পারব।
তিনি বলেন, কোনো ধর্মেই হত্যাকাণ্ডের বিধান নেই। আইএসের নাম করে যারা এ দেশে হত্যাকাণ্ড ঘটাতে চায়, তারা আসলে কী চায়? কোনো ধরনের রাষ্ট্র কায়েম করতে চায়?
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। দেশে ব্যবসাবাণিজ্য চলছে, রাস্তাঘাট ঠিকমতো চলছে। মানুষ শান্তিতে ঘুমাচ্ছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত সব ডাটাই পজেটিভ।
দেশে আইএসের অস্তিত্ব আবারো নাকচ করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম