এম ডি মুন্না, জগন্নাথপুর, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র রমজান মাসের তারাবীহ নামাজ পড়ানো অবস্থায় এক কোরআনে হাফেজ মৃত্যুবরণ করেছেন। তাঁর নাম আজিজুর রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
জানা যায়, রমজানের প্রথম তারাবীহর নামাজ পড়াতে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর নোয়াপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আজিজুর রহমান শেষ নিশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।-নয়া দিগন্ত
৮ জুন ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর